অনুশোচনা

লিখেছেন লিখেছেন শান্তি পেতে হ্ও আগুয়ান ৩০ এপ্রিল, ২০১৩, ১১:০২:৫৩ রাত

কৈশোর পেরোতে পারিনি। মা এনজিও তে কর্মরত। তার সাথে প্রায় প্রতিটি দিন যেতাম। মা আমার অহংকার। তার মনোকষ্ট ছিল । কিন্তু সব সহ্য করেছেন আরও ২ ভাই এর দিকে দেখে। বাড়ী হতে অনেক দুরে থাকতাম মায়ের কর্মস্থলে। জানা মতে, শুধু রিক্তা নামের একটি মেয়ে ছাড়া আর কাউকে কষ্ট দেয়ার কথা স্বরণ নেই। শেষ পর্যন্ত মায়ের কাছে বিচার এল। আমাকে বকাবকি করলেন না, কিন্তু ঠিকই শাসন করলেন শুধু এই বলে,বাবা আর যেন না শুনি কোন দিন।

অপরাধ! স্বেচ্ছায় তার গায়ে ফুটবল মেরেছিলাম। রিক্তার বাবা অগ্রণী ব্যাংক কর্মকর্তা। এখন কোথায় জানি না দেখা হলে ক্ষমা চেয়ে নিতাম।

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File